বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধার বাইরে

news-image

ঢাকা কলেজ প্রতিবেদক : ঢাকা কলেজ। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা জায়গায় স্থান পরিবর্তন করে শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে রাজধানীর মিরপুরের নিউমার্কেট এলাকায়।

তবে প্রতিষ্ঠার ১৫ যুগ পার করলেও অবকাঠামো উন্নয়নে তেমন অগ্রগতি হয় কলেজটির। শেণিকক্ষ সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট চরমে। শিক্ষার্থীদের বড় একটি অংশ থাকছেন মেস ভাড়া করে৷ শিক্ষার্থীদের মাত্র ৮ শতাংশ আবাসিক সুবিধা পাচ্ছেন। ঢাকা শহরে মেস ভাড়া করে থাকা দেশের অন্যান্য শহরের অনেক বেশি। পড়াশুনার খরচ চালিয়ে ব্যয়বহুল আবাসনের পেছনে খরচ করতে হিমসিম খাচ্ছে শিক্ষার্থীসহ তাদের পরিবার।

ঢাকা কলেজে মোট আটটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে শেখ কামাল হলে শুধু উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা থাকতে পারেন। এছাড়া বাকি সাতটি হল হলো—উত্তর হল, দক্ষিণ হল, শহীদ ফরহাদ হোসেন হল, দক্ষিণায়ন হল, আখতারুজ্জামান ইলিয়াস হল , আন্তর্জাতিক হল ও পশ্চিম হল ৷ এগুলোর মধ্যে কোনো কোনোটিতে আবার কয়েকটি কক্ষ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৷

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। বিপরীতে আবাসিক সুবিধা পাচ্ছেন এক হাজার ৬০৮ জন। অর্থাৎ মাত্র ৮ শতাংশ শিক্ষার্থী আবাসিক হলে থাকতে পারছেন। ফলে আবাসিক সুবিধার বাইরে থাকছে ৯২ শতাংশ শিক্ষার্থী। এর বাইরে কিছু অনাবাসিক ছাত্র হলে থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, আবাসিক সুবিধা না থাকায় ঢাকার দূর-দূরান্ত থেকে তাদের ক্লাসে আসতে হয়। রাজধানীর ট্রাফিক জ্যাম যেন তাদের নিত্যসঙ্গী। এতে অনেকে প্রায় সময় ক্লাস মিস করেন। আবাসিক সুবিধা পেলে তাদের এত ভোগান্তি পোহাতে হতো না ৷

ঢাকা কলেজ প্রশাসন বলছে, অবকাঠামো নির্মাণের জায়গা থাকলেও পর্যাপ্ত বরাদ্দের অভাবে বহুতল আবাসিক ভবন নির্মাণ করা যাচ্ছে না। বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হলে বেশিরভাগ শিক্ষার্থীদের আবাসিক সুবিধার আওতায় আনা সম্ভব হবে৷

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, ‘আমি সাভার থেকে এসে ক্লাস করি। আবাসিক হলে পর্যাপ্ত সিট না থাকায় আমরা হলে উঠতে পারি না। সব শিক্ষার্থী আবাসিক সুবিধা পেলে ভালো হতো৷ আমাদের ভোগান্তি কমে যেতো।

কলেজের আবাসিক হল কমিটির আহ্বায়ক ও ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন বলেন, আমাদের ঢাকা কলেজে আটটি আবাসিক হল রয়েছে৷ হলগুলো যখন নির্মাণ করা হয় সেই সময়ের জন্য এটি ঠিক ছিল। তবে এখন চাহিদা বেড়েছে ৷ আমরা চেষ্টা করছি ছোট হলগুলো ভেঙে নতুন করে বহুতল হল নির্মাণ করার তাহলে সব সমস্যার সমাধান হবে।

শতভাগ শিক্ষার্থীকে আবাসিক সুবিধার আওতায় আনতে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জাগো নিউজকে বলেন, শতভাগ শিক্ষার্থীকে আবাসিক সুবিধার আওতায় আনা কষ্টকর। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যে ধরনের সুযোগ-সুবিধা থাকা দরকার ঢাকা কলেজের তা নেই। একটা মাস্টারপ্ল্যান তৈরি করে সরকারের কাছে দেওয়ার একটা আমাদের পরিকল্পনা আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেবো।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার