বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘কমান্ডো’ নিয়ে যা বললেন দেব

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের চিত্রনায়িকা জাহারা মিতু। কলকাতার অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে শাপলা মিডিয়ার প্রযোজনায় কমান্ডো সিনেমায়। পরিচালক শামীম আহমেদ রনি ‘কমান্ডো’ সিনেমার অনেকখানি শুটিংও সম্পন্ন করেছেন। ছবির নায়িকা সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কমান্ডো সিনেমা নিয়ে লিখেছিলেন। এবার লিখলেন সিনেমার নায়ক দেব।

অভিনেতা দেব রোববার তার ভেরিফায়েড টুইটারে লিখেছেন, ‘এখনই না, তবে শিগগির শুটিং শুরু হবে। সঙ্গে থাকুন।’

এ ব্যাপারে চিত্রনায়িকা জাহারা মিতু জাগো নিউজকে বলেন, ‘আজকে (সোমবার ১৫ নভেম্বর ২০২১) বিকেলে জানা যাবে ‘কমান্ডো’সিনেমার শুটিংয়ের শিডিউল। কিন্তু মাঝখানে ছবিটির শুটিং শেষ করা নিয়ে আমাদের কিছু গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছিল। যাক, এখন তো সেই বিভ্রান্তি আর থাকল না। ছবির নায়ক দেব নিজেই টুইটারে ছবিটির শুটিংয়ের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।’

ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে ‘কমান্ডো’র প্রায় ৩০ ভাগ শুটিং শেষ হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে ১৮ মার্চ মাসে প্রথম ধাপের শুটিং হয়। দ্বিতীয় ধাপের শুটিং হয় ওই বছরের অক্টোবরে। এরপর করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। আগামী ডিসেম্বরের মধ্যে থাইল্যান্ড ও বাংলাদেশের লোকেশনে বাকি কাজ শেষ করবে।’

এ বিষয়ে ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘ সোমবার সকালে কলকাতায় যাচ্ছি। বিকেলে ছবির পরবর্তী শুটিং শিডিউল নিয়ে ওখানকার কারিগরি টিম ও দেবের সঙ্গে মিটিং করব।’

দেব ও মিতু ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত, বরুণ ব্যানার্জি, শান্তি লাল মুখার্জি, সদেব মুখার্জি, শিবা শানু (বাংলাদেশ) প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ