মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এই আর্জেন্টিনাকে থামাবে কে?

news-image

ক্রীড়া ডেস্ক : লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনাকে থামাবে কে? ২০১৯ এর মাঝামাঝি থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের সবশেষ শিকার উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ডি মারিয়া। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

চোট পাওয়ার কারণে শুরুর একাদশে নামতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ছাড়া খেলতে নেমেও বল দখলে এগিয়েই থাকে আর্জেন্টিনা। কিন্তু আক্রমণে স্বাগতিক উরুগুয়ের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। এরপরও ম্যাচের সপ্তম মিনিটের খেলায় ম্যাচের প্রথম এবং একমাত্র গোলের দেখা পায় সফরকারীরাই।

এ সময় ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। প্রথম ২৫ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি একটু কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে গোলও পেতে পারতো তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ে আক্রমণ চালায়। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। আর ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। ম্যাচও শেস ১-০ গোল ব্যবধানেই।

এই জয় নিয়ে ২৬ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল। ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মেসির দল। আর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রয়েছে উরুগুয়ে।

এদিকে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। এছাড়া ২০ এবং ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইকুয়েডর এবং চিলি।

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

হামজাকে নিয়ে বাংলাদেশের ব্যাপক সাড়ায় ফুটবল দুনিয়ায় বিস্ময়

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

গাজায় ব্যাপক হামলা, নিহত তিন শতাধিক

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি  সাত ব্যবসায়ীকে জরিমানা 

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ও রাজশাহীতে ফরেনসিক ডিএনএ ল্যাব শিগগিরই

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জনকে বহিষ্কার

দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

পুলিশের ২ কর্মকর্তা আব্দুল মান্নান ও মোল্যা নজরুল বরখাস্ত

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স