বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৬

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন রোগী।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১০৬ রোগীর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮২ জন ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে ৬২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১১৩ জন।

এ নিয়ে চলতি বছরে এখইন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ১৮০ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।