বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী জেনারেল হাসপাতালে ২ আনসার সদস্যকে কুপিয়ে জখম

news-image

নোয়াখালী প্রতিনিধি : ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রবেশ করে মো. মনসুর (২৮) ও মিল্লাত হোসেন (৪২) নামের দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করে কয়েকজন দূর্বৃত্ত। এদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার বেলা ১১টা ১৫মিনিটের দিকে হাসপাতালের প্রধান গেটে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সিদ্দিক উল্যার ছেলে মিল্লাত হোসেন ও ফরিদপুর জেলার দানোয়া গ্রামের রুস্তম বেপারীর ছেলে মো. মনসুর।

এদিকে, ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছেন চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া হাসপাতালে আগামী ১২ ঘণ্টা জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে হাসপাতালে কর্মরত সকল পেশাজীবী সংগঠনের নেতারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জেনারেল হাসপাতালের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন কয়েকজন আনসার সদস্য। আজ বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন দূর্বৃত্ত হাসপাতালের গেট দিয়ে সিএনজি-অটোরিকশা ভেতরে ঢুকানোর চেষ্টা করলে কর্মরত দুই আনসার বাঁধা দেয়। এর কিছুক্ষণ পর একদল দূর্বৃত্ত আনসারদের ওপর অর্তকিত হামলা চালিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন জানান, আহত আনসার সদস্যদের দ্রুত উদ্ধার করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তাদের দুজনের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক। পরে পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো মাহবুর রহমান জানান, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিপ্লোমা ইন নার্সিং এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম সেলিম জানান, আগামী ১২ ঘণ্টা জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে হাসপাতালে কর্মরত সকল পেশাজীবী সংগঠনের নেতারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রসব বেদনায় রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু

জনগণের সমস্যা সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার প্রয়োজন: তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, যে কথা হলো

২ তরুণীকে ধুমপানে বাধা-লাঞ্ছিতের ঘটনায় রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী মিছিলকারীদের হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা: ড. আনিসুজ্জামান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি

সাগর-রুনি হত্যার গুরুত্বপূর্ণ তথ্য ফারজানা রুপার কাছে!

দেশের বিপদ এখনো কাটেনি: নাহিদ ইসলাম

স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় ওসমানীর নাম নেই কেন, জানাল প্রেস উইং

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল