বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটেজ আছে, কারা মিছিল করেছে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার ফুটেজ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। কুমিল্লার ঘটনায় কারা মিছিল বের করেছে, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তারা কোন দলের সমর্থক, তারা কোন মতাদর্শে বিশ্বাস করে, সেগুলো বের করে জনসমক্ষে আমরা সেটা প্রকাশ করব।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের এই দেশে শান্তি–শৃঙ্খলা, স্থিতি কোনোভাবেই বিনষ্ট হতে দেব না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে দেশের মানুষও হাসে, হনুমানও হাসে। সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, তিনি এমন বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, কুমিল্লার ঘটনার পেছনে তাঁদের ইন্ধন ছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘যারা এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত ছিল, এখনো যুক্ত আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অপপ্রচার চালিয়েছে কিংবা চালাচ্ছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারা সেখানে এই ঘটনা ঘটিয়েছে, তা অতিসহসা দিবালোকের মতো পরিষ্কার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লায় যে ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে, এটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর পেছনে বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী যুক্ত। তারা এই ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার সেই বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করেছে।’