বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে করোনায় মৃত্যু সাড়ে চার লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর পর দু’দিন ২০ হাজারের বেশি থাকছে ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় এক হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৫৬৯ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৭১ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ১২৭ জনের। এ বছর ২ জুলাই মোট মৃত্যু চার লাখ পেরিয়েছিল।

আক্রান্ত কম থাকায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় চার হাজার। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৪০ হাজার ২২১ জন।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কেরালা রাজ্যে। যদিও গত সপ্তাহ ধরেই তা ১৫ হাজারের নিচে থাকছে। মহারাষ্ট্রেও তিন হাজারের নিচে এবং তামিলনাড়ুতে দেড় হাজারের আশপাশে ঘুরছে আক্রান্তের সংখ্যা। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা নিয়ন্ত্রণে এলেও মিজোরামে গত ২৪ ঘণ্টায় ফের হাজার ছাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।