বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসামিদের অব্যাহতি, ঘোড়ার মাংস খাওয়া নিয়ে যা বললেন আদালত

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদায় ঘোড়ার মাংস বিক্রয় নিয়ে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিযুক্ত দুই যুবক। গতকাল বুধবার পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া যুবকরা হলেন মো. সানাউল্লাহ (৩২) ও হামিদুর রহমান (৩৩)। আদেশে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সোবহানকে দ্বায়িত্ব পালতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে যা বলা হয়েছে, ‘পর্যালোচনায় ঘোড়ার মাংস খাওয়া হালাল ও বৈধ মর্মে উল্লেখ থাকায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি মো. সানাউল্লাহ এবং হামিদুর রহমান দ্বয়ের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৩ ধারায় প্রসিকিউশন দাখিলের আবেদন না মুঞ্জর করা হইলো।’
আরও বলা হয়েছে, ‘ঘোড়ার মাংস খাওয়া হালাল সত্ত্বেও বিনা অপরাধে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (গ) তৎসহ পেনাল কোডের ২৭৩ ধারায় এজাহার দায়ের করায় এজাহারকারী বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক লিপন কুমার বসাককে তিরস্কার করা হয়।’

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ঘোড়ার গোশত বিক্রি করার অপরাধে পঞ্চগড়ের বোদা উপজেলা বাজারে সানাউল্লাহ (৩২) ও হামিদুল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই দিনই তাদের জেল হাজতে প্রেরণ করে আদালত। পরে ৭ দিন পর আসামিদের জামিন দেয় আদালত।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার