শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ কোটিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন রানি

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশক থেকে সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী রানি মুখার্জি। থ্রিলার সিনেমা ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ -তে একজন সাংবাদিক চরিত্রে চমক দেখিয়েছেন তিনি। ‘হিঁচকি’ সিনেমায় টোরেট সিনড্রোম দ্বারা আক্রান্ত একগুঁয়ে শিক্ষিকা চরিত্রেও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

মেধা, সৌন্দর্যে রানি হিন্দি সিনেমায় অনন্য এক অভিনেত্রী। বর্তমানে পর্দায় তার দেখা মেলে কম। স্বামী-সন্তান সামলে যেটুকু পারেন নিজেকে সিনেমার সঙ্গে জড়িত রাখেন।

এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যা তাকে আলোচনায় এনেছে নতুন করে।

হঠাৎ করে বিশাল এ ফ্ল্যাটের মালিক হওয়ার কারণ কি জানা যায়নি। তবে শিল্প প্রধান এলাকায় ফ্ল্যাট কেনায় অনেকেই ভাবছেন রানি হয়তো ব্যবসায়ে মনযোগী হয়ে উঠছেন।

গত মাসে ৪+৩ বিএইচকে ফ্ল্যাটটি কিনেছেন তিনি। সেরে ফেলেছেন এর রেজিস্ট্রির কাজও। অভিনেতা টাইগার শ্রফ, দিশা পাটানি এবং ক্রিকেটার হার্দিক এবং ক্রুণাল পান্ডিয়া তার প্রতিবেশী বলে জানা গেছে।

৩৫৪৫ বর্গফুটের সুবিশাল এই ফ্ল্যাটটিতে রয়েছে সব রকমের সুযোগ-সুবিধা। বাইরে থেকে থেকে আরব সাগরের অসাধারণ ভিউ, ফিটনেস সেন্টার, মক রক-ক্লাইম্বিং জোনসহ আরো অনেক সুবিধা রয়েছে ফ্ল্যাটে। এটি কিনতে রানিকে মূল্য দিতে হয়েছে ৭.১২ কোটি রুপি।

প্রসঙ্গত, কলকাতার মেয়ে রানি মুখার্জি নব্বই দশকের মাঝামাঝিতে বলিউডে পাড়ি জমান। সেখানে বেশ কিছু সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি হয়ে উঠেন তুমুল জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন নায়িকা। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রীও ছিলেন কয়েক বছর।

কর্মজীবনে তিনি ৭টি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন।