বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে লকডাউন উপেক্ষা করে পশুর হাট

news-image

নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বসছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার দিনভর চলে গরু ছাগল বেচাকেনা। ইজারাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই হাটে পশু বেচাকেনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করেই এসেছে হাজারো মানুষ।

বিভিন্ন এলাকা থেকে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা উপজেলার বৃহত্তম চাঁচকৈড় বাজারে এই পশুর হাটে আসেন। কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার অনেক শৌখিন খামারিও বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন তাদের গবাদিপশু। সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশুর জমজমাট কেনাবেচা চলে।
চাঁচকৈড় বাজারের ইজারাদার আনিসুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, হাট নিয়ন্ত্রণের মালিক ইউএনও-এ্যাসিল্যান্ড। গতরাতে হাটের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বললে তারা এ বিষয়ে কোন দিক নির্দেশনা দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, সরজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।