বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ যুবককে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের দেপাইন শহরে ২৫ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী নেপিদো থেকে ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

জান্তা সরকারের বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড চালায় নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

সহিংসতার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্র কোন বক্তব্য দেয়নি রয়টার্সকে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ বলেছে, অঞ্চলটিতে টহলে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গেরিলা পদ্ধতিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ হামলায় এক সেনা সদস্য নিহত এবং ছয় জন আহত হয়। এরপরই পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই তাদের ২৫ জন নিহত হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা ফোনে রয়টার্সকে জানিয়েছেন, গত শুক্রবার ভোরে চারটি সামরিক ট্রাক শহরে ঢুকে সেনা সদস্যদের নামিয়ে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবস্থান নিয়েছিল স্থানীয় জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস এর যুবকরা। কিন্তু এই যুবকদের তেমন শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল না। সামরিক বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করে তাদের পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষের পর মোট ২৫টি মৃতদেহের সন্ধান মেলে।