শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুয়ের চমক

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এর মাধ্যেমে সিরিজে ১-১ সমতা আনলো জিম্বাবুয়ে।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে জিম্বাবুয়ে। টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৯৯ রান করে সবকটি উইকেট হারায় পাকিস্তান।

জিম্বাবুয়ের মতো পাকিস্তানের শুরুটাও হয় ধীরগতির। ৫ ওভার ১ বলে ২১ রানে হারায় প্রথম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও ম্যাচের নাটাই ছিল পাকিস্তানের হাতেই। খেলার মোড় ঘুরে যায় ৭৮ রানে বাবর আজম আউট হলে। ৭৮ থেকে ৯৯ রানের মধ্যে বাবর আজমের উইকেটসহ পাকিস্তান ৭টি উইকেট হারায়।

৪৫ বলে ৫টি চারের মারে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। ২৪ বলে ২২ করেন দানিশ আজিজ। ১৮ বলে ১৩ রান করেন ওপেনার রিজওয়ান। এ ছাড়া আর কোন ব্যাটসম্যান দেখেননি দুই অঙ্কের মুখ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লুক জংবে। দুটি উইকেট নেন রায়ান বার্ল।

এর আগে শুরু থেকেই দলটি খেলতে থাকে রক্ষণাত্মক ভঙ্গিতে। প্রথম ১০ ওভারে তারা করে মাত্র ৪৭ রান। শেষ পর্যন্ত তারা থামে ১১৮ রানে। সর্বোচ্চ ৪০ বলে ৩৪ রান করেন তিনাশে কামুনহুকামে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।

এ ছাড়া তাডিওয়ানশে মারুনামি ১৯ বলে ১৩, ওয়াইজলি ম্যাডভেরে ১৪ বলে ১৬ ও রেজিস চাকাবা ১৪ বলে ১৮ রান করেন। শেষ ১০ বলে ১৩ রান আসে তারিশাই মুসাকান্দার ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন ও দানিশ আজিজ। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, আরশাদ ইকবাল, হারিস রউফ ও উসমান কাদির। এই ম্যাচে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে পেসার আরশাদ ইকবালের। যে কোনো ফরম্যাটে প্রথমবার দেশকে প্রতিনিধিত্ব করছেন আরশাদ।

এ জাতীয় আরও খবর

মেট গালায় ঢুকতে তারকাদের কত কোটি খরচ করতে হয়?

অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর সারার প্রেমে আদিত্য!

পিটার হাসের জায়গায় ডেভিড মিল, স্বাগত জানাল বাংলাদেশ

বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না : ওবায়দুল কাদের

সাধলেন কাদের, রাজি হননি কেউ

মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ

বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর

সাকিব-মুস্তাফিজে মান রক্ষা বাংলাদেশের

সবার আগে কোপার দল দিল ব্রাজিল

যারা ভাবেন দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে, তারা আহম্মকের স্বর্গে আছেন : শাজাহান খান

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী