শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরটা ভুলে যেতে চান মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরটা ভুলে যেতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বড় স্বপ্ন নিয়েই নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। প্রতিজ্ঞা ছিল কিউইদের মাটি থেকে জয় নিয়ে ফেরার। অতীতের কোনো সফরেই যা করতে পারেনি টাইগাররা। কিন্তু গল্পটা থেকে গেছে আগের মতোই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টিতে যদিও মাহমুদউল্লাহ খেলতে পারেননি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন ঠিকই। বললেন, ‘সম্ভবত আমরা এই সিরিজটা ভুলে যেতে চাইব।’

লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় তার কণ্ঠে ঝরে হতাশা, ‘আমরা এখানে এসেছিলাম কিছু একটা অর্জনের লক্ষ্য নিয়ে। এবার লড়াইয়ের জন্য মুখিয়ে ছিলাম, কিন্তু সেটা আমরা মাঠে করে দেখাতে পারিনি।’

ওয়ানডে সিরিজে তিন ম্যাচের মধ্যে কেবল দ্বিতীয় ম্যাচে খানিকটা লড়াই জমাতে পেরেছিল বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে যেন ছিল খারাপ করার প্রতিযোগিতা।

তিন সংস্করণ মিলে নিউজিল্যান্ডের মাটিতে এ নিয়ে ৩২ ম্যাচ খেলল বাংলাদেশ, যার সবগুলোতেই হারের দুঃস্মৃতি টাইগারদের।

মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘পুরো সিরিজেই আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমরা আগেই এসেছিলাম, নিজেদের প্রস্তুতও করেছিলাম। কুইন্সটাউনে ভালো একটা ক্যাম্প করেছি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে অনেক পরিশ্রম করেছি, কিন্তু মাঠে সেটা দেখাতে পারিনি।’

শেষ টি-টোয়েন্টিটা বৃষ্টির কারণে নেমে আসে ১০ ওভারে। অথচ এই ১০ ওভারের ম্যাচেও বাংলাদেশের হার ৬৫ রানে। মাহমুদউল্লাহ যা নিয়ে খুবই হতাশ, ‘৭৬ রানে অলআউট হয়ে গেলে সেখান থেকে আসলে কিছু নেওয়ার থাকে না।’

এ জাতীয় আরও খবর

মেট গালায় ঢুকতে তারকাদের কত কোটি খরচ করতে হয়?

অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর সারার প্রেমে আদিত্য!

পিটার হাসের জায়গায় ডেভিড মিল, স্বাগত জানাল বাংলাদেশ

বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না : ওবায়দুল কাদের

সাধলেন কাদের, রাজি হননি কেউ

মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ

বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর

সাকিব-মুস্তাফিজে মান রক্ষা বাংলাদেশের

সবার আগে কোপার দল দিল ব্রাজিল

যারা ভাবেন দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে, তারা আহম্মকের স্বর্গে আছেন : শাজাহান খান

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী