বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে (২৮ মার্চ) রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিনা নোটিশে জেলার কয়েক হাজার গ্রাহকদের সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে বাসা-বাড়িসহ হোটেল রেষ্টুরেন্ট খাবার তৈরি করতে গিয়ে চরম দূর্ভোগ সৃষ্টি হয়। শুকনো খাবারের দোকানগুলোতে মানুষের চাপ বেড়ে যায় কয়েকগুণ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল হক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বিকেলের পর থেকে গ্যাস স্বাভাবিক হয়েছে।