রোহিঙ্গা শিবিরে আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সমকালকে বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী।
তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে মরদেহগুলো শনাক্ত করা যায়নি এখনও। তবে নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বোঝা গেছে। মরদেহগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমকে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন সমকালকে বলেন, আগুনে এ পর্যন্ত প্রায় নয় হাজার ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে গেছেন।
সোমবার বিকেল ৩টায় বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া ৮-এইচ, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।