রংপুরের পালিচড়ায় নারী ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রংপুর ব্যুরো : রংপুরের নারী ফুটবলারদের গ্রাম খ্যাত সদ্যপুষ্করিনীর পালিচড়া নয়াপুকুর এর নারী ফুটবলারদের নিয়ে গঠিত সদ্যপুষ্করিনী যুব স্পোটিং ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে সদ্যপুষ্করিনী ইউনিয়নের নয়াপুকুর খেলার মাঠে ক্লাব প্রাঙ্গণে কেক কাটা,গারো সম্প্রদায় এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফ,রংপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সমবায় কর্মকর্তা মফিজার রহমান রাজু,ক্লাবের উপদেষ্টা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক কামাল হোসেন,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তুহিন,সদর কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির, ক্লাবটির প্রতিষ্ঠাতা ও নারী ফুটবল কোচ মিলন মিয়া,সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হাসান আল সাকিব, ক্লাবের কো-অর্ডিনেটর রাসেল আকন্দ প্রমুখ।