শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 যে খাবারগুলো বয়স ধরে রাখবে

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর খাবার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি বিষাক্ত উপাদান দূর করে। ত্বকে বয়সের ছাপ সহজে পড়তে দেয় না।

বয়স প্রতিরোধী হিসেবে পরিচিত কিছু সেরা খাবার নিচে তুলে ধরা হলো-

ব্লুবেরি: ভিটামিন এ এবং সি সমৃদ্ধ এই ফলে এনথোসিয়ানিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের ভঙ্গুরতা রোধ করে। সূর্যর ক্ষতি, বিষণ্নতা এবং দূষণ থেকে ত্বককে রক্ষা করে।

কাজু বাদাম: ভিটামিন ই এর ভালো উৎস এই বাদাম ত্বকের টিস্যুর ভঙ্গুরতা প্রতিরোধ করে, ত্বককে রাখে আর্দ্র এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

ব্রোকলি: প্রদাহ প্রতিরোধী এবং বয়সের ছাপপ্রতিরোধী উপাদান রয়েছে এতে। ব্রোকলি কোলাজেন নামক এক ধরনের প্রোটিন উৎপন্ন করে যা যা ত্বককে বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা করে।

পালংশাক: অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই, এবং কে সমৃদ্ধ এই শাক অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে।

অ্যাভাকোডা: এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যেগুলো ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে দেয় না।

স্যালমন মাছ: ওমেগা৩ ফ্যাট সমৃদ্ধ স্যালমন বা অন্যান্য চর্বিজাতীয় মাছ প্রদাহ প্রতিরোধ করে; যা সাধারণত বয়সের ছাপ পড়ে।

মসুরের ডাল এবং বিচি জাতীয় খাবার: প্রোটিনের ভালো উৎস এই খাবারগুলোতে ফাইবার রয়েছে; যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং ত্বক পুনর্গঠন করে।

 

এ জাতীয় আরও খবর