মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

news-image

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার কিছু পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশে সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার দিবগাত রাত ২টার পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকা এসব যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও আটকে পড়া যানবাহনগুলোকে ফেরির নাগাল পেতে আরো ৬-৭ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘাট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, রাত ২টার কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফেরি ঘাটের উভয়পাড়ে শত শত নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে রাত ২টার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব হ্রাস পেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি