সুইটি ও ঊর্মিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি ও ঊর্মিলা শ্রাবন্তী কর। জানা যায়, রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। এই কমিটিতে স্থান পান এই দুই অভিনেত্রী।
সুইটি জানান, প্রথমবারের মতো আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে পদ পেলেন তিনি। অন্যদিকে ঊর্মিলা শ্রাবন্তী কর জানান, তিনি এর আগে আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপ-কমিটি, ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ এর সদস্য ছিলেন। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও একই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তানভীন সুইটি বলেন, ‘এটা আমার জন্য আনন্দের বিষয়। কারণ প্রথমবারের মতো সাংগঠনিক পদ পেলাম। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। চেষ্টা করব, মহিলাদের উন্নয়নে নিজের শতভাগ দেওয়ার।’
ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, এমন একটি পদ পেয়ে। আমি পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয় আছি। এবার মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হতে পেরে খুব ভালো লাগছে।’