শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে থামাতে অভিশংসনের বিল প্রস্তুত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেস ভবনে হামলার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডোমোক্রেটরা। মার্কিন স্পিকার নেন্সি পেলোসি বলেছেন, ট্রাম্প যদি এখনি পদত্যাগ না করেন, তাহলে তাকে অভিশংসনের মুখে পড়তে হবে। ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর নজিরবিহীন এ পদক্ষেপ নেয়া হচ্ছে । খবর বিবিসির।

সোমবার ডেমোক্রেটরা হাউসে ‘হামলায় উস্কানি’ দেয়ার একটি অভিযোগ উত্থাপনের জন্য প্রস্তুত করেছেন। সেখানে কংগ্রেস ভবনে দাঙ্গায় ৫ জন নিহতের ঘটনায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। অভিশংসনের বিষয়টি কংগ্রেস সিদ্ধান্ত নিবেন বলে জানান বাইডেন। তবে বাইডেন মনে করেন দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প উপযুক্ত ব্যক্তি নয়।

শুধু পেলোসি, ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ নির্বাচিত গণপ্রতিনিধি অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে হঠাতে আগ্রহী। রিপাবলিকান পার্টির অন্তত দুজন কংগ্রেস সদস্যও একই দাবি তুলেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক সাবেক সদস্য। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিসংশনের এ পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রভাবিত’প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। এটা শুধু দেশের বিভাজনকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করা হয়।

প্রায় ১৬০ জন ডেমোক্রেটিক প্রতিনিধি পরিষদ সদস্য এ বিলে স্বাক্ষর করেছেন। হামলার সময় ক্যাপিটল হিলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময়ই কংগ্রেসম্যান টেড লিও এবং ডেভিস সিসিলিন এ বিলটি প্রস্তুত করেছেন। যদি এ প্রক্রিয়াটি সামনে আগায়, তাহলে এটি হবে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দ্বিতীয় প্রচেষ্টা।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাউসের নিন্মকক্ষে ট্রাম্পকে অভিশংসনের বিল পাস করা হয়। তবে সিনেটে এসে যে যাত্রায় রক্ষা পান ট্রাম্প।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা