বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাকস্বাধীনতা নিয়ে পাশ্চাত্যের ভণ্ডামিপূর্ণ বিবৃতি আর নয় : জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ‘টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করেছে’ সিএনএনের এমন সংবাদ শেয়ার করে ক্যাপশনে এমন মন্তব্য করেছেন।

ওই পোস্টের ক্যাপশনে সজীব ওয়াজেদ জয় আরও লেখেন, মিথ্যা ছড়ানোর কারণে সহিংসতা সৃষ্টি হয়। যার কারণে টুইটার এবং যুক্তরাষ্ট্রের অন্য সামাজিক মাধ্যম দেশটির প্রেসিডেন্টসহ আরও কিছু ব্যক্তি ও সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রে এই হলো বাক স্বাধীনতার সীমা।

যুক্তরাষ্ট্রের সরকার প্রাইভেট কোম্পানিকে আদেশ জারির ক্ষমতা দেয়। বাংলাদেশে আমরা মনে করি এই সিদ্ধান্ত হওয়া উচিত আদালতের, প্রাইভেট কোম্পানির নয়।

তিনি আরও লিখেছেন, প্রত্যেকের কথা বলবার অধিকার আছে, কিন্তু সেই স্বাধীনতা যখন অন্যকে আঘাত করে এবং মিথ্যা ছড়ায় তখন সেই অধিকার আর থাকে না। অন্যকে আঘাত করার অধিকার কারও নেই।

আমি চাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং পশ্চিমা অন্য দূতাবাসগুলো এই পোস্ট থেকে নোট নিক। আমরা ভবিষ্যতে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে আপনাদের কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চাই না।

প্রসঙ্গত, টুইটার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে টুইটার বলেছে, সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্রাম্পের টুইটার একাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার একাউন্ট ১২ ঘণ্টার জন্য সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল।

সূত্র: ঢাকা টাইমস

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়