শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনোভ্যাকের টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকায় শূকরের জিলেটিন ব্যবহারের ফলে হালাল-হারাম প্রশ্নে ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতাদের সায় পেয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা।

ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল শুক্রবার এই টিকা ‘হালাল’ বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে।

কাউন্সিলের ফতোয়া কমিশনের সদস্য আসরোরুন নিয়াম সোলেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভ্যাক নামের এই টিকা ‘পবিত্র ও হালাল’।

এখন ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এরইমধ্যে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাক টিকা পেয়েছে।

ইন্দোনেশিয়াতে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।দেশটিতে ইতোমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের।

এই পরিস্থিতিতে ১৫ মাসের মধ্যে ১৮ কোটি ১৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া সরকার। তারা যত দ্রুত সম্ভব টিকা দেওয়া শুরু করতে চাইলেও এই টিকা হালাল না হারাম সেই প্রশ্নের জবাব বড় বিষয় হয়ে দাঁড়ায় দেশটিতে।

সে কারণে সিনোভ্যাকের কাছে টিকা সংক্রান্ত তথ্য চায় ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল। পরে তাদের দেওয়া তথ্য পর্যালোচনা করেই টিকাকে হালাল বললেন ধর্মীয় নেতারা।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর