শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিয়োগ পেলো ১৩ জন, পরীক্ষায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি

news-image

অনলাইন ডেস্ক : লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থেকেও চাকরি হয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) বাবুর্চি/সহকারী বাবুর্চি পদে। ওই পদে ১৫ জনের মধ্যে ১৩ জনই নিয়োগ পেয়েছেন।

এ নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়েছে। এরপরও তাকে নিয়োগপত্র না দিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন ঝালকাঠির হাসান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী, নিপোর্ট এর আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদের মধ্যে বাবুর্চি/সহকারী বাবুর্চি পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে বলে ২০১৬ সনের ১৯ জানুয়ারি ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞাপন দেন নিপোর্টের তৎকালীন উপ-পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এ কে এম জহুরুল ইসলাম।

ওই পদে আবেদন করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জয়কলস গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. হাসান।

আবেদনের প্রেক্ষিতে প্রায় দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপ-পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব নিরঞ্জন দেবনাথের স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র দেন হাসানকে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়ায় তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেন।

জানা যায়, তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট নম্বর পেয়েছেন ৮৯। সম্মিলিত মেধা তালিকায় মো. হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এরপরও অদৃশ্য কারণে তাকে নিয়োগপত্র দেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিয়োগপত্র না দেয়ায় তিনি গত ১৩.৩.২০১৮ তারিখে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন (পিটিশন ২৬৯০/২০১৮)। রিট পিটিশন চলমান অবস্থায় ওই পদে পুনরায় ২০২০ সনের ১৯ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এখন সরকারি চাকরির বয়সও পার হয়ে গেছে হাসানের। ওই চাকরির প্রত্যাশায় আজ পর্যন্ত অন্য কোথাও আবেদনও করেননি তিনি। তার আশা, নিয়োগ পরীক্ষায় যেহেতু দ্বিতীয় হয়েছে, সেহেতু একদিন সে ওই চাকরিটা পাবেই। তবে ওই পদে নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় তিনি হতাশায় ভুগছেন।

এ বিষয়ে মো. হাসান বলেন, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিবের কাছে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন করি। এরপর নিয়োগ পরীক্ষার ফলাফলের টেবুলেশন শিট ও নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখে জানতে পারি, মেধা তালিকায় আমি দ্বিতীয় হয়েছি এবং আমার চেয়ে কম নম্বর পেয়েও ১৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

তথ্য অধিকার আইনে সরবরাহ করা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কম্পাইলেশন শিটে নিয়োগপ্রাপ্তদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় তিনজনের মধ্যে ময়মনসিংহের রেজাউল করিম রনির প্রাপ্ত নম্বর ৮০, ঝিনাইদহের মো. রবিউল ইসলামের ৭৭, পাবনার মোছা. বিউটি খাতুনের প্রাপ্ত নম্বর ৭৩।

মহিলা কোটায় দুইজনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মনোয়ারা বেগমের প্রাপ্ত নম্বর ৮৪ ও মাগুরার ফারজানা নাজনীন নিশির প্রাপ্ত নম্বর ৮২। আনসার ও ভিডিপি কোটায় একমাত্র নওগাঁ জেলার মো. রেজাউল ইসলামের প্রাপ্ত নম্বর ৬৪।

এছাড়া বিভিন্ন জেলার সাতজনের মধ্যে ঢাকার সারওয়ার ইবনে মাহমুদের প্রাপ্ত নম্বর ৯১, মানিকগঞ্জের মোহাম্মদ রানা মিয়ার প্রাপ্ত নম্বর ৮৯, শরিয়তপুরের জসিম উদ্দিনের প্রাপ্ত নম্বর ৮৬, ঢাকার শফিকুল ইসলামের প্রাপ্ত নম্বর ৮৩, গাজীপুরের মনোরঞ্জন সিংহের প্রাপ্ত নম্বর ৮৩, একই জেলার বিকাশ দাসের প্রাপ্ত নম্বর ৮২ ও নাটোরের মো. আমিনুল ইসলামের প্রাপ্ত নম্বর ৭৮।

এদিকে মো. হাসানের প্রাপ্ত নম্বর ৮৯ থাকা সত্ত্বেও তাকে নিয়োগ না দেয়ায় তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বললেও সংশ্লিষ্ট দপ্তর এর কোন জবাব দেননি।

হাসানের অভাবের সংসার। ধামরাইয়ের কুমড়াইলে পরিবার পরিজনসহ মা-বাবাকে নিয়ে ভাড়া বাসায় বাস করছেন। তিনি সাভারের আশুলিয়াতে হা-মিম গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করাকালীন অবস্থায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বাবুর্চি/সহকারী বাবুর্চি পদে আবেদন করেন। এখন করোনা পরিস্থিতিতে ওই পোশাক কারখানায় তেমন কাজ না থাকায় তাকে দেড় মাসের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। তার শঙ্কা, চাকরিতে আর ফিরতে পারবে কিনা।

এদিকে সরকারি চাকরির বয়সও তার শেষ হয়ে গেছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় ভাড়া বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা