শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমল

news-image

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে শনিবার থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা দেশটির পেঁয়াজ আমদানি করতে পারবেন। ইতিমধ্যে তারা এলসি খোলা শুরু করেছেন। এরই প্রভাবে দিনাজপুরের হিলির বিভিন্ন বাজারে দেশীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমে বৃহস্পতিবার ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে।

হিলি বাজারে আসা গোলাপি বেগম ও নাসির হোসেন জানান, দুদিন আগেও ৪০ টাকার কমে পেঁয়াজ পাননি তারা। ভারত সরকারের ঘোষণার পরই এক লাফে ৮-১০ টাকা কমে গেছে। বৃহস্পতিবার ৩০ টাকা দরে পেঁয়াজ কিনেছেন তারা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান ও নাসিম হোসেন জানান, আগে মোকামে যে পেঁয়াজ ১ হাজার ৩০০ টাকা মণ ছিল, তা এক হাজার টাকায় নেমে এসেছে। বাজারে দেশীয় পেঁয়াজের ব্যাপক সরবরাহ রয়েছে। সঙ্গে ভারতীয় পেঁয়াজ আসার খবরে দাম পড়ে গেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ বলেন, অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে প্রায় সাড়ে তিন মাস হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। আমাদের অনেক পেঁয়াজ দেশটিতে আটকা পড়েছিল। এখন ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পেঁয়াজ আমদানির সব প্রস্তুতি চলছে। অনেকেই পেঁয়াজের আইপি গ্রহণ ও ব্যাংকে এলসি খুলেছেন। আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কর্মকর্তারা জানান, আমদানিকারকরা পেঁয়াজের আইপির খোঁজ ও পুরনো আইপির মেয়াদ বাড়াচ্ছেন। পর্যন্ত প্রায় পাঁচ হাজার টনের মতো আইপি খোলা হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মাহফুজার রহমান বাবু বলেন, আমি এক হাজার টন পেঁয়াজের আইপি খুলেছি। এলসির কপি ভারতীয় রপ্তানিকারকদের পাঠিয়ে দিয়েছি। কোনো মূল্য নির্ধারণ না থাকলেও তারা প্রতি টন ৩৫০ ডলার চাচ্ছেন। আমরা ২৫০ ডলারের এলসি করেছি। এতে দেশের বাজারে ২৪-২৫ টাকা কেজি পড়বে।

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের