শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা ‘নেগেটিভ’ হয়েই মঞ্চে নাচলেন ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা পরীক্ষার ফল নেগেটিভ, জানার সঙ্গে সঙ্গে গিয়ে মঞ্চে উঠে নাচ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত শনিবার করোনার রিপোর্টে নেগেটিভ ফল আসে তাঁর। ১১ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী।

করোনার রিপোর্ট নেগেটিভ হওয়ার পর থেকে টানা তিন দিন স্টেজে নাচ করেছেন ফারিয়া। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হইনি। ফলে কাজ করতে সমস্যা হয়নি। পরপর তিন দিন বড় বড় তিনটি স্টেজ শো করলাম। আগামী মাসের মাঝামাঝি আরও তিনটি শোর শিডিউল দেওয়া আছে। বলা যায়, শীতের স্টেজ শো শুরু হয়ে গেল।’

করোনায় আক্রান্ত হয়ে ডিসেম্বর মাস থেকে বাসায় অবস্থান করলেও শারীরিকভাবে খুব বেশি দুর্বল হননি ফারিয়া। তখনকার পরিস্থিতি জানিয়ে ফারিয়া বলেন, ‘করোনায় আমি খুব একটা অসুস্থতা বোধ করিনি। সামান্য ঠান্ডা লেগেছিল মাত্র। পুরো সময়টা বাসায় ছিলাম। সবাই আমার যত্ন নিয়েছেন, প্রচুর করে খাইয়েছেন। প্রতিদিন ট্রেডমিলে দুই কিলোমিটার করে হেঁটেছি।’ নতুন বছর থেকে স্টেজ শো, অভিনয় নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ব বলে মনে হচ্ছে।’ জানালেন, আগামী এপ্রিল মাস পর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। এ জন্য নতুন কোনো ছবির কাজ নিচ্ছেন না। এই অভিনেত্রী বলেন, ‘নতুন বছরের শুরু থেকে আগামী এপ্রিল পর্যন্ত শিডিউল ফাঁকা নেই। আমি করোনায় আক্রান্ত হওয়ার পর ‘যদি…কিন্ত…তবুও…’ ছবির কাজ বন্ধ ছিল। আসছে ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এর কাজ। মাঝে কয়েক দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুটিং। এর মাঝে ২৭ জানুয়ারি দুবাই যাচ্ছি, ৩১ তারিখ ফিরব।’

ফারিয়া জানালেন, দুবাই থেকে ফিরেই মুম্বাইতে যাবেন তিনি। ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘এক মাস তিন দিনের শুটিং শিডিউল দেওয়া আছে ওই ছবিতে।’

এই মুহূর্তে চারটি ছবি ফারিয়ার হাতে। সব কটি ছবির শুটিংই প্রায় শেষ। এপ্রিল মাসে কলকাতায় নতুন ছবি ‘বিবাহ অভিযান টু’–এর শুটিং শুরু করবেন তিনি। তিনি বলেন, ‘বিবাহ অভিযান টু’ ছবির শুটিং শুরু হবে কলকাতায়। তার আগে মার্চ মাসজুড়ে ‘অপারেশন সুন্দরবন’, ‘ভয়’, ‘পাতাল ঘর’ ছবিগুলোর বাকি কাজ শেষ করব। তবে ‘ঢাকা ২০৪০’ ছবির কাজ একটু বেশি বাকি আছে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা