শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার করোনার টিকা নিলেন সৌদি যুবরাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা এএফপি ও আরব নিউজের খবরে এমন তথ্য মিলেছে।

মহামারী প্রতিরোধে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে অংশ নিয়েছেন এমবিএসখ্যাত এই যুবরাজ।

নাগরিক ও বাসিন্দাদের টিকা সরবরাহ ও তা অব্যাহত পর্যবেক্ষণ করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল-রাবিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাবিয়া বলেন, মহামারী শুরু হওয়ার পরে সৌদি আরবে যে সফলতা আজ আমরা দেখছি, তা রূপকল্প-২০৩০ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতির কারণে এসেছে। সেটি হচ্ছে, চিকিৎসার চেয়ে রোগপ্রতিরোধই উত্তম।

সতর্কতামূলক পদক্ষেপ বাড়ানোর কারণে এমনটা সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাগরিক ও বাসিন্দাদের স্বল্প-সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে অনুমোদিত নিরাপদ টিকা দিতে সরকার কাজ করছে। যা সৌদিকে করোনা মোকাবেলায় সবচেয়ে সফল দেশগুলোর একটিতে পরিণত করেছে।

গত মঙ্গলবার শুরু হওয়ার পর এখন পর্যন্ত পাঁচ লাখ লোককে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর