বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিভাগ পরিবর্তনে হতাশায় শিক্ষার্থীরা

news-image

নিউজ ডেস্ক : ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক ইউনিটের কয়েক লাখ শিক্ষার্থী। তবে এবার শিক্ষার্থীরা চাইলেই অন্য বিভাগের পরীক্ষায় অংশ নিতে পারবে না। এর ফলে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী হতাশা প্রকাশ করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন গত ১৯ ডিসেম্বর একটি সভার আয়োজন করে। সভায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে এই ১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। এর ফলে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী।

রংপুরে বসবাসকারী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তৌফিকুজ্জামান অনু বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মা-বাবার ইচ্ছেতে সাইন্স নিয়ে পড়াশুনো করি। তবে রেজাল্ট বেশি ভাল না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভাগ পরিবর্তনের পরীক্ষার দিকে আগ্রহ ছিলো। যে কারণে প্রস্তুতিও সেভাবেই নিচ্ছিলাম। কিন্তু এমন সিদ্ধান্ত নেয়া হলে বিশ্ববিদ্যালয়ে পড়ার আশাটায় ফিকে হয়ে যাবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

মাগুরার শিক্ষার্থী আফরোজা রিতু বলেন, ‘গত ১ বছর ধরে বিভাগ পরিবর্তনের ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু যে আমূল পরিবর্তন আনা হয়েছে ১৯ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেটা যেন বাতিল করা হয়। অন্তত এই বছর যেন কার্যকর করা না হয়।’

কুমিল্লার শিক্ষার্থী মোছা. বুলবুলি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘হঠাৎ এমন অযৌক্তিক নিয়ম আমরা মানি না। এমন সিদ্ধান্ত আমাদের মতো হাজার হাজার সেকেন্ড টাইমারদের ওপর এক ধরণের অত্যাচার। আমরা আগের নিয়মে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ চাই।’

এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার যারা অংশ নেবে সেসব শিক্ষার্থী এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন তারা। এই অবস্থায় এসব ভর্তিচ্ছু বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন। বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে ৩টি দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হলো- গুচ্ছ পদ্ধতিতে আলাদাভাবে বিভাগ পরিবর্তনের পরীক্ষা নেওয়া, সব ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান রাখা, বিভাগ পরিবর্তনে শুধু বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া। তবে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাদে বাকি স্বায়ত্তশাসিত ৩ বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট থাকছে না। ফলে নিজ নিজ বিভাগ থেকে পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো আসন নির্ধারণ করে রাখবে।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি