বিশ্ব জুড়ে করোনার তাণ্ডব, কেড়ে নিল আরও সাড়ে ১৩ হাজার প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আবারও সাড়ে ১৩ হাজার প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এই সময়ে শনাক্ত হয়েছে পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ।ভাইরাসটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৭ লাখ ৩৬ হাজার। আক্রান্ত ৭ কোটি সাড়ে ৯০ লাখ মানুষ।
বুধবার ৩৪শ’র বেশি প্রাণহানির ফলে, মৃতের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে আমেরিকায়। সোয়া দু’লাখ নতুন সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ৮৯ লাখের বেশি।
পৌনে ১ হাজার মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে।
দিনের তৃতীয় সর্বোচ্চ প্রায় ৯শ’ মৃত্যু রেকর্ড করেছে জার্মানিও। এদিন যুক্তরাজ্য সাড়ে ৭শ’ এবং ইতালি ও রাশিয়া সাড়ে ৫শ’ প্রাণহানি রেকর্ড করেছে।
ওই দিন ৪/৫শ’ মানুষ মারা গেছে পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়।
ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৪৭ হাজারের ছুঁই ছুঁই। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২০ হাজারের বেশি।