টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের এই অলরাউন্ডার শীর্ষ স্থান দখল করেছেন। অন্যদিকে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে থাকা সাকিব আল হাসান দ্বিতীয় স্থানে রয়েছে ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে।
তৃতীয় স্থানে রয়েছেন অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান এই তারকা রয়েছেন সাকিব আল হাসানের ঠিক নিচেই। স্কটল্যান্ডের রিচি বেরিংটন ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দখল করেছেন চার নম্বর স্থান। ১৯০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামসন।
টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে নেই কোন ভারতীয় ও পাকিস্তানি অলরাউন্ডারের নাম। ১৩৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং জিনিয়াস রিয়াদ আছেন বিশ্বের ১০ নম্বর অলরাউন্ডার হিসেবে। ওয়ানডেতে ৬৬৩ পয়েন্ট নিয়ে সাকিব ও তামিম রয়েছেন ২৩ নম্বরে।