রাকুল প্রীত করোনায় আক্রান্ত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রাকুল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাকুল লিখেছেন, ‘সবাইকে অবগত করছি, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি নিভৃতবাসে রয়েছি। আমি ভালো বোধ করছি এবং শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে শুটিংয়ে ফিরব। প্রত্যেকের কাছে অনুরোধ, যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে পরীক্ষা করান। ধন্যবাদ এবং প্লিজ নিরাপদে থাকুন।’
রাকুলকে সর্বশেষ তেলেগু সিনেমা ‘মানমাধুদু ২’তে দেখা গেছে। এছাড়া তার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’, শিবাকার্থিকায়নের সায়েন্স ফিকশন সিনেমা ‘আয়ালান’সহ বেশকিছু সিনেমা।