বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে মোটা মানুষের সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক : বাইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালিয়ে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে জানাচ্ছে যে ভারতে মোটা লোকের সংখ্যা বাড়ছে।

বাইশটি রাজ্যের মধ্যে মেয়েদের ওবেসিটির ক্ষেত্রে সব থেকে এগিয়ে কেরালা এবং আন্দামান ও নিকোবর। এই দুটি রাজ্যে মোট ৩৮ শতাংশ নারীই মোটা।

বাইশটি রাজ্যের মধ্যে মোট ষোলোটি রাজ্যের মেয়েরা স্থূলকায়। পুরুষদের ক্ষেত্রে উনিশটি রাজ্যেই মোটা মানুষের সংখ্যা বেড়েছে। পাঁচ বছর বয়স্ক পর্যন্ত শিশুরাও ওবেসিটির শিকার। অনিয়মিত খাওয়া দাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবন যেমন প্রাপ্তবয়স্কদের স্থূলতার কারণ, ঠিক তেমনই শিশুদের ক্ষেত্রে পরিশ্রমে অনীহা ও জাঙ্ক ফুড মোটা হওয়ার কারণ। বাইশটি রাজ্যের মধ্যে লাদাখের শিশুরা সর্বোচ্য ১০.৫ শতাংশ ওবেসিটিতে আক্রান্ত।

এর পরেই আছে মিজোরাম। যৌথভাবে তৃতীয় স্থানে জম্মু কাশ্মীর ও সিকিম। বাইশটি রাজ্যে ৬ লক্ষ ১০ হাজার পরিবারের ওপর সমীক্ষাটি চালানো হয়।