ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলান মিলানায়তনে হলরুমের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পস্কজ বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ কলেজ ও স্কুলের শিক্ষক বৃন্দ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ যেন দ্রুতগতীতে এগিয়ে যায় সে ভূমিকা বর্তমান সরকার রাখছে। উল্লেখ, প্রকল্পে দুটি প্রতিষ্ঠানের ব্যায় ধরা হয়েছে এক কোটি ৫৭ লক্ষ টাকা।