বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনার টিকার জন্য সারাবিশ্ব ভারতের দিকে তাকিয়ে : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার টিকা তৈরি হয়ে যাবে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‌‘করোনাভাইরাসের সস্তা ও নিরাপদ টিকার জন্য সারাবিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।’

শুক্রবার সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন তিনি।

মোদি বলেন, ‘করোনার টিকা তৈরি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমাদের বিজ্ঞানীরা। সস্তা ও নিরাপদ টিকা হাতে পাওয়া-ই এ মুহূর্তে প্রধান লক্ষ্য পুরো বিশ্বের। এর জন্য সারা বিশ্বই ভারতের দিকে তাকিয়ে আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে আশা বিশেষজ্ঞদের। বিজ্ঞানীদের কাছ থেকে সংকেত পেলেই দেশজুড়ে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।’
তিনি জানিয়েছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে শুরুতে স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হবে। তবে কারা প্রথমে টিকা পাবেন, তা কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি