বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলোকে নিজস্ব ব্যবস্থায় মূল্যায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (২৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম এই নির্দেশ দেন।

মুহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে দেশের সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতে গত ১৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান চলমান ছিল। পরবর্তী সময়ে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং শিক্ষকদের স্ব-উদ্যোগে মোবাইল ফোন ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এ প্রেক্ষাপটে শিক্ষকদের তাদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

এই নির্দেশনায় ফলাফল দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। তবে এর আগে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্ব-স্ব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থায় মূল্যায়ন করবে শিক্ষার্থীদের। সব শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে। মূল্যায়নটি করা হবে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করার জন্য, যাতে পরবর্তী ক্লাসে সেই দুর্বলতা দূর করতে ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব সামর্থ্য অনুযায়ী মূল্যায়নের ব্যবস্থা করবে। শুধু একটি গাইডলাইন দেওয়া হবে।

এদিকে এই নির্দেশনা জারির পর খুলনা সদর থানার শিক্ষা অফিসার শেখ মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো কীভাবে মূল্যায়ন করবে, তার একটি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাটি দেশের বিভিন্ন এলাকার শিক্ষা অফিসাররা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে নমুনা হিসেবে সরবরাহ করছেন।

শেখ মো. নুরুল ইসলামের ওই নির্দেশনায় নির্ধারিত সংক্ষিপ্ত প্রশ্ন সাজানো হয়েছে। এতে প্রত্যেক বিষয়ে ৫০টির কম বা বেশি প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে বসে এসব প্রশ্নের উত্তর লিখবে। পরে শিক্ষকরা তা মূল্যায়ন করবেন।

খুলনা সদর থানা শিক্ষা অফিসারের ওই নির্দেশনায় দেখা গেছে, আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য দুই ঘণ্টার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা বাসায় বসে আগামী ২৫ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর গণিত ও ৩০ নভেম্বর বাংলা পরীক্ষায় অংশ নেবে ।

এছাড়া তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য আগামী ২৫ নভেম্বর সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত ইংরেজি, একই দিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলা, ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক বিজ্ঞান, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষকরা অভিভাবকদের মাধ্যমে প্রশ্ন পাঠাবেন এবং শিক্ষার্থীরা বাসায় বসে পরীক্ষায় অংশ নেবে। পরে অভিভাবকরা প্রশ্নের উত্তরপত্র শিক্ষকদের পৌঁছে দেবেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ