শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পম্পেওর সঙ্গে তালেবানদের আলোচনা শুরুর আগে কাবুলে ভয়াবহ হামলা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তালেবানদের আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে কাবুলের সুরক্ষিত এলাকা গ্রিনজোনসহ বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তারিক আরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সকালে একসঙ্গে আঘাত হেনেছে অন্তত ২৮টি কাতিউশা রকেট। খবর নিউইয়র্ক টাইমসের।

এতে আটজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার জন্য দায়ী কারা তা এখনও স্পষ্ট নয়। আইএস এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে।

ভয়াবহ এ রকেট হামলার ঘটনাটি ঘটানো হয়েছে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে। এর পাশেই গ্রিনজোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা অবস্থিত। শনিবার সকালে চালানো ওই হামলায় অনেক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুটি কার থেকে আবাসিক এলাকা লক্ষ করে হামলা চালানো হয়। এমন একটি সময় বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল যখন তালেবান-মার্কিন সরকার আলোচনা শুরু হতে যাচ্ছে।

কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হামলাটি চালানো হয়।

এ ছাড়া তালেবান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র– সব পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। কয়েক মাস ধরে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার সেনা কমিয়ে তিন হাজার মার্কিন সেনা রাখা হবে আফগানিস্তানে। বর্তমানে দেশটিতে সামরিক কৌশলগত ও প্রশিক্ষণ কাজে পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

তবে মার্কিন সেনা কমিয়ে আনার পর আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনা বেড়ে যেতে পারে এবং সেখানকার সরকার ও মার্কিন স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

হামলা বেড়ে গেলে আফগান সামরিক বাহিনীর সেগুলো এককভাবে মোকাবেলা করার সামর্থ্য নেই বলেও মনে করেন তারা।

মার্কিন সেনা কমে গেলে নিরাপত্তা বাহিনী ছাড়াও আফগানিস্তানে বিদেশি স্বার্থেও আঘাত হানতে পারে জঙ্গিগ্রুপগুলো। টার্গেট করতে পারে বিভিন্ন দেশের দূতাবাস। যেমন- শনিবার রকেট হামলাতেই ইরানের দূতাবাস কম্পাউন্ডে রকেটের টুকরো গিয়ে আঘাত করেছে। তবে তাতে প্রতিবেশী দেশটির দূতাবাসের তেমন কোনো ক্ষতি ও কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

শান্তি আলোচনায় নিজেদের প্রভাব বিস্তার ও শক্তি প্রদর্শনের জন্য তালেবান এই রকেট হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তালেবান বিবৃতি দিয়ে বলেছে, তারা কখনও জনসমাগমের মধ্যে হামলা করে না।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা