শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন প্রভু দেবা, জানা গেল পাত্রীর পরিচয়

news-image

বিনোদন ডেস্ক : ভাগ্নির সঙ্গে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়ি বসতে চলেছেন কোরিওগ্রাফার, ডান্সার তথা পরিচালক প্রভু দেবা। গত সপ্তাহেই এমন গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে বলিউডে। এবার শোনা যাচ্ছে ইতিমধ্যেই বিয়ের পর্ব সেরেও ফেলেছেন প্রভু! হ্যাঁ, সেপ্টেম্বর সামনেই নাকি চুপিসারে বিয়ে সেরেছেন দাবাং থ্রি-র পরিচালক।

তবে ভাগ্নিকে বিয়ে করার কোনও সত্যতা মেলেনি। প্রভুদেবার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, ‘সব ভুয়া খবর। এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন প্রভুদেবা। তিনি সম্পর্কে তার আত্মীয় নন।’ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাস দুয়েক আগে এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতের এই তারকা। তবে পুরো ব্যাপারটাই তিনি সেরেছেন খুব গোপনে। তাই গণমাধ্যম তো দূরের কথা, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানতেন না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা। চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিওথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। কিছুদিনের মধ্যেই তাদের পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। তাই দেরি না করে গত সেপ্টেম্বরে বিয়ে করেন তারা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে রামলতা ওরফে লতাকে বিয়ে করেন তিনি। তাদের তিন সন্তানও হয়। ২০০৮ সালে প্রভুদেবার বড় ছেলের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ছেলের মৃত্যুর পরই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে বলে শোনা যায়। ২০১০ সালে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। তা থেকেই লতার সঙ্গে ২০১১ সালে বিচ্ছেদ হয়। কিন্তু নয়নতারার সঙ্গেও সম্পর্ক টেকেনি।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা