বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ময়দার কারখানার সাইলো পরিষ্কার গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে আকিজ গ্রুপের আটা ময়দার কারখানার সাইলো পরিষ্কার করতে গিয়ে ভিমে (সাইলোর ভেতরে) পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় অপর একজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার দুপুরে আকিজ গ্রুপের আটা ফ্যাক্টরির ভেতরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস সাইলোতে পড়ে যাওয়া তিনজনকে উদ্ধার করলে দুজন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলো একরামপুর ইস্পাহানি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাজু আহমেদ (২৭), ফতুল্লার সস্তাপুর এলাকার অন্তর মিয়া (২৫)। আহতের পরিচয় পাওয়া যায়নি।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, নারায়ণগঞ্জের বন্দর ২৩নং ওয়ার্ডে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির পাশে গড়ে ওঠা একই গ্রুপের আটা ময়দা তৈরির কারখানায় সাইলো পরিষ্কারের দায়িত্ব পায় স্থানীয় জীবন এন্টারপ্রাইজ।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সাইলো পরিষ্কার করতে গিয়ে ৩০ মিটার উচ্চতা বিশিষ্ট আটা তৈরির ভিম (সাইলো) এর ভেতরে পড়ে যায় ৩ জন। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করে। এর মধ্যে রাজু ও অন্তর ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আকিজ আটা ময়দা কারখানার প্রোডাকশন ম্যানেজার গালিবুর রহমান সাংবাদিকদের জানান, এটি একটি দুর্ঘটনা। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যা আমারও মানতে কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, সাইলো পরিষ্কারের জন্য প্রথমে একজন নামতে গিয়ে ভিমের ভেতরে পড়ে যায়। অপরজন তাকে বাঁচাতে আসলে সেও পড়ে যায়। তাদের সহযোগিতা করতে গেলে আরও একজন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিষয়টি আমি শুনেছি। বন্দর ফাঁড়ির গোপাল দাস ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের পক্ষ হতে কেউ থানায় আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পেয়ে গোয়েন্দা সংস্থা (ডিএসবি), বন্দরের পুলিশের টিম ঘটনাস্থলে যায়।

 

এ জাতীয় আরও খবর