বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচদল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। একইদিনের দ্বিতীয় ম্যাচে খেলবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু টি-২০ কাপের পূর্ণাঙ্গ এই সূচি ঘোষণা করেছে। গ্রুপ পর্বে একদিন পর পর রাখা হয়েছে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। শেষ হবে ৪টা ৫০ মিনিটে।

এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬টা ৩০ মিনিটে। শেষ হবে ৯টা ৫০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচ ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হবে। শেষ হবে ১০টা ২০ এ। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাঁচ দল গ্রুপ পর্বে খেলবে মোট ২০টি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে আগামী ১২ ডিসেম্বর। এরপর শুরু হবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ। ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার।

পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর থেকে জয়ী এবং কোয়ালিফায়ারের পরাজিত দল। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরের মাঠে করোনা পরবর্তী কিছুটা বড় করে আয়োজিত এই বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের পর্দা।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি