বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরফান সেলিম রিমান্ড শেষে কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : অস্ত্র ও মাদকের পৃথক চার মামলায় ঢাকার এমপি হাজী মো. সেলিমের ছেলে সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন।

অপরদিকে, আসামিদের পক্ষের আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৮ নভেম্বর অস্ত্র মামলায় তিন দিন এবং মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি করে পৃথক চারটি মামলা করে র‌্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দিন র‌্যাব ইরফান সেলিমের বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসা থেকে বিভিন্ন অনুমোদনহীন জিনিস জব্দ করা হয়। এর মধ্যে দুটি অবৈধ বিদেশি অস্ত্র, একটি এয়ারগান এবং বেশ কিছু বিদেশি মদ ও ইয়াবা রয়েছে। এ ছাড়া ৩৮টি ওয়াকিটকি সেট ও তিনটি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়াকিটকি বেজ স্টেশন জব্দ করা হয়।

অভিযানে মাদক সেবন ও বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে ১৮ মাসের সাজা দেন। এ ছাড়া ইরফানের দেহরক্ষী জাহিদকে বেআইনি ওয়াকিটকি ব্যবহারের জন্য ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গত ২৫ অক্টোবর রাতে ধানমণ্ডিতে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খানকে মারধর করেন এমপি হাজী সেলিমের গাড়িতে থাকা লোকজন। পর দিন ধানমণ্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী ওই কর্মকর্তা। মামলায় ইরফান সেলিমসহ চার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।