মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিহত আনিসুল করিমের স্ত্রীকে পুলিশ যুক্ত করবে সম্মানজনক পেশায়

news-image

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে হত্যাকাণ্ডের শিকার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে নিহত আনিসুল করিমের বাসায় সাংবাদিকদের এ কথা জানান পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘আনিসুল করিমের স্ত্রীকে যাতে সম্মানজনক পেশায় নিযুক্ত করা যায় সে ব্যাপারে আইজিপি মহোদয় চিন্তা করেছেন। এ ব্যাপারে আমাদের নির্দেশ দিয়েছেন।’

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘মানসিক সমস্যা হওয়ায় আনিসুল করিমকে প্রথমে সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। সেখানে পরিবেশ-পরিস্থিতি মানসম্মত মনে না হওয়ায় ভালো প্রাইভেট হাসপাতালে চিকিৎসার প্রত্যাশায় গিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তী বাস্তবতা ভিডিওতে দেখা গেছে। একথা সবাই জানে।’

আনিসুল করিমের পদোন্নতি না হওয়ায় তার মানসিক সমস্যার একটি কারণ কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভাগীয় কোনো কারণে তার মানসিক সমস্যা হয়নি। পদোন্নতি না হওয়ার বিভিন্ন কারণ ছিল। চাকরিতে পদোন্নতি কারও আগে হয়, কারও পরে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। এ ছাড়া পুলিশের নিজস্ব কোনো মানসিক হাসপাতাল নেই। তাই পুলিশের যে কেউ যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারে।’

এর আগে ডিআইজি হাবিবুর রহমান নিহত পুলিশ সুপারের গাজীপুরের বাসায় পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানান। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুর কবির, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও আমিনুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!

‘বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন’