বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের ফাইনাল আজ

news-image

স্পোর্টস ডেস্ক : বারুদে ঠাসা লড়াই আর দারুণ সব রোমাঞ্চের ম্যাচ পেরিয়ে আইপিএল চলে এলো একদম শেষ প্রান্তে। যে ট্রফিকে ঘিরে এত লড়াই, সেই ট্রফির মালিক কে হচ্ছেন? জানা যাবে কয়েক ঘন্টা পরই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স আর শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

মজার ব্যাপার হলো, গ্রুপপর্বে এক ও দুই নম্বরে থাকা দলই নাম লিখিয়েছে ফাইনালে। ৫ বার আইপিএলের ফাইনাল খেলে ৪ বার জেতা মুম্বাই ইন্ডিয়ান্স ছিল এক নম্বরে, প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস দুইয়ে। চলুন এক নজরে দেখে নেয়া যাক, কেমন ছিল দুই দলের পথচলা।

দিল্লি এবারের আসরে ফাইনালে ওঠার পথে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই পিঠই দেখে ফেলেছে। কখনও উত্থান, কখনও পতন, দিল্লির পথচলাটা ছিল এমনই রোমাঞ্চকর রাইডিংয়ে।

প্রথম ৬ ম্যাচের ৫টিই জিতে রীতিমত উড়ছিল দিল্লি। হেরেছিল কেবল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। যাদের হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রেয়াস আয়ারের দল। কিন্তু দারুণ শুরুর পর টুর্নামেন্টের মাঝ পথে খেই হারিয়ে ফেলে দিল্লি।

ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। লিগের দুটো ম্যাচই তাদের কাছে হেরেছে দিল্লি। হেরেছে প্লে-অফেও। অর্থাৎ যদি ফাইনালে জিততে পারে, তবে সেটা হবে রোহিত শর্মার দলের বিপক্ষে তিন ম্যাচ পর প্রথম জয়। এমনই কঠিন সমীকরণ আয়ারদের সামনে।

অন্যদিকে মুম্বাইয়ের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। যদিও ওই হারের ধাক্কা কাটিয়ে উঠতে সময় নেননি রোহিতরা। দ্বিতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ছন্দে ফেরে দলটি, যে ছন্দ ধরে রেখেছিল গ্রুপপর্বের শেষ পর্যন্ত। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই প্লে-অফে জায়গা করে নেয় মুম্বাই।

তবে ফাইনাল তো একটাই। পুরো টুর্নামেন্টে কে কেমন করেছে, সেটা বড় ব্যাপার নয়। ফাইনালের দিন যে দল ভালো খেলবে, তারাই জিতবে শিরোপা। এখন দেখার বিষয় ধাওয়ান-বুমরাহ আর রোহিত-রাবাদার লড়াইটা কেমন জমে!

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি