মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা’সহ ১ নারী  মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।মাদকসহ আটকৃত ব্যবসায়ী হলেন,জেলার বিজয়নগর শ্রীপুর গ্রামের মৃত জাকির হোসেনের স্ত্রী  ফুলবানু বেগম (৩০)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে। ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার বিজয়নগর থানাধীন শ্রীপুর দক্ষিন  ফুলবানু বেগম আটক করে তার বসত ঘরে  তল্লাশী করে  ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে। আসামীর বিরুদ্ধে  জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।