শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো মানুষ হবেন বাইডেন : বুশ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা ডেমোক্র্যাট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকানদের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

অভিনন্দন-বার্তায় বুশ বলেছেন, ‘যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তা সত্ত্বেও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন।’

‘তিনি দেশকে নেতৃত্ব দেওয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ জিতেছেন। ডেমোক্র্যাট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্যও তা-ই চাইছি। আমি তার সাফল্য কামনা করি।’

বুশ জানান ইতিমধ্যে তিনি বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেছেন, ‘আমি এই মাত্র জো বাইডেনের সঙ্গে কথা বললাম। গত রাতের দেশপ্রেমিক বার্তার জন্য আমি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। কথা বলেছি কমলা হ্যারিসের সঙ্গেও।’

বুশ তার বিবৃতিতে ট্রাম্পকে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প সম্পর্কে তিনি বলছেন, ৭ কোটির বেশি মার্কিন নাগরিকের ভোট পাওয়া একটি অসাধারণ রাজনৈতিক অর্জন, যা বাইডেনের পর ইতিহাসের সর্বোচ্চ ভোট।

বুশ ২০০০ সালে বাইডেনের চেয়ে স্বল্প ব্যবধানে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের বিরুদ্ধে নির্বাচনে জিতেছিলেন। ফ্লোরিডায় তাদের ভোটের ব্যবধান ছিল মাত্র ৫৩৭। পরে সুপ্রিম কোর্ট বুশের পক্ষে রায় দেন।

বুশ ট্রাম্পের দলের হলেও কয়েক মাস আগের বর্ণবাদ আন্দোলনের সময় বিপক্ষে অবস্থান নেন। ওই সময় আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘দেশের অবিচার এবং পাশবিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমি আর লরা বুশ বিরক্ত।’

এ জাতীয় আরও খবর