বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্লে অফে হায়দরাবাদ, কলকাতার বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : প্লে অফে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। প্রতিপক্ষ শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএল লিগ পর্বের শেষ ম্যাচটা নিজেদের মতো করে রাঙিয়ে নিয়েছে হায়দরাবাদ। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে মুম্বাইকে ১০ উইকেটে উড়িয়ে জায়গা করে নিয়েছে প্লে অফে। তাদের শেষ চার নিশ্চিত হওয়ায় বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রেখেছিল হায়দরাবাদ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি মুম্বাই। এরপর ব্যাট হাতে রীতিমতো মুম্বাই বোলারদের শাসন করেছেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। ফল, কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

যাদের বাদ পড়ার শঙ্কা ছিল, সেই হায়দরাবাদ এই জয়ে ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট (০.৬০৮) নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করলো লিগ পর্ব। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে (-০.১৭২) পিছিয়ে থাকায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেমে গেছে চতুর্থ স্থানে। সমান্তরালে বিদায়ঘণ্টা বেজে গেছে কলকাতার। সমান ১৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.২১৪) পিছিয়ে থাকায় ইয়োন মরগানদের বিদায় নিতে হলো। ‍এখন প্লে অফে মুখোমুখি হবে হায়দরাবাদ ও বেঙ্গালুরু।

আসল দিনে এসে জ্বলে উঠলেন ওয়ার্নার। সত্যিকার অধিনায়কের মতো নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে। দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার সঙ্গে এ ম্যাচেও আলো ছড়িয়েছেন ঋদ্ধিমান। ‍দুজনের ঝড়ো হাফসেঞ্চুরিতে জিততে কোনও অসুবিধাই হয়নি হায়দরাবাদের। ওয়ার্নার ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৮৫ রানে। আর ঋদ্ধিমান ৪৫ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মান ৫৮ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। চোটের কারণে রোহিত শর্মাকে ভারতের অস্ট্রেলিয়া ‍সফরের দলে রাখা হয়নি। অথচ এই ব্যাটসম্যান হায়দরাবাদ ম্যাচে নেমে পড়লেন। যদিও ব্যাটিংয়ে ফেরাটা সুখকর হয়নি তার। মাত্র ৪ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সন্দীপ শর্মা। মুম্বাইয়ের মন্থর শুরু কিছুটা গতি পায় কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদবের ব্যাটে। যদিও ডি কক বেশিদূর যেতে পারেননি, ১৩ বলে ২৫ রান করে আউট হয়ে যান সন্দীপের দ্বিতীয় শিকার হয়ে।

সূর্যকুমারের ব্যাটে মুম্বাইয়ের আশা বাড়লেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬ রানে তার বিদায়ের পর ধসে পড়ে বর্তমান চ্যাম্পিয়নদের মিডল অর্ডার। মাঠে এসেই ফিরে যেতে হয় ক্রুনাল পান্ডিয়া (০) ও সৌরভ তিওয়ারিকে (১)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার খানিক পরই ৩০ বলে ৩৩ রান করে ফিরে যান ইশান কিষান।

ব্যাটিং ব্যর্থতার পরও মুম্বাইয় দেড়’শ ছোঁয়া স্কোর পেয়েছে কাইরন পোলার্ডের ঝড়ে। শেষ দিকে ক্যারিবিয়ান হার্ডহিটার ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলে যান ৪১ রানের ঝড়ো ইনিংস।

হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার সন্দীপ। এই পেসার ৪ ওভারে ৩৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন শাহবাজ নাদিম ও জেসন হোল্ডার।

এ জাতীয় আরও খবর

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার