শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমীর জন্য দোয়া চাইলেন ওমর সানী

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর বাংলা সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী ভক্তদের শুভেচ্ছার ঢল নেমেছিল। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানীও স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সেই সঙ্গে সানী জানিয়েছেন কীভাবে পালন করা হচ্ছে মৌসুমীর জন্মদিন।

সানী বলেন, ‘প্রিয়দর্শিনীর জন্মদিনের সূচনা লগ্ন’টা এত আলোকিত এবং বর্ণাঢ্য ছিল যে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। জন্মদিনের শুরুটা ছিল গানের ডালি’তে সরাসরি মৌসুমীর উপস্থিতি দিয়ে। রাত নয়টায় আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার-যাকে আমি বাবা বলেই সম্বোধন করি, তারই সুযোগ্য ছেলে আমাদের প্রিয় উপলের প্রতিষ্ঠান ক্রিমসন কাপ-এ (গুলশান) মৌসুমী’র জন্মদিন উপলক্ষে জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। সেখানে প্রিয় মানুষদের সান্নিধ্যে মৌসুমী ছিলে বেশ উচ্ছ্বসিত।’

তিনি বিস্তারিত জানিয়ে বলেন, ‘অনুষ্ঠানের শেষ পর্যায়ে চমৎকার একটি কেক কেটে জন্মদিন উদ্‌যাপনের যাত্রা শুরু হয়। বাসায় ফিরে আমার শ্যালিকা আমার ছোট বোন পপি (মৌসুমীর ছবি সংবলিত বড় একটি কেক নিয়ে আসেন), বন্ধু অমিত, ফিল্ম ক্লাবের জাহিদ হোসেন শোভন, পলাশ’কে নিয়ে কেক কাটি এবং কিছুটা আনন্দ করার চেষ্টা করি আমাদের মতো করেই। ফিল্ম ক্লাবের সদস্যরাও মৌসুমী’কে ফুলেল শুভেচ্ছা জানায়। আর অনলাইনে দেশব্যাপী মৌসুমী ভক্তরা মৌসুমীর সঙ্গে অনলাইনেই ছিল।’

নিজের ফ্যান গ্রুপ থেকেও মৌসুমীকে শুভেচ্ছা জানানো হয়েছে মন্তব্য করে সানী বলেন, ‘আজ আমার ফ্যান ক্লাব অর্থাৎ ওমরসানী ফ্যান ক্লাব থেকে মৌসুমীকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকালই মৌসুমী’র ফ্যান ক্লাব থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং কেকও পাঠানো হয়েছে। আমি দেশবাসীর কাছে আমার সহধর্মিণী, আপনাদের প্রিয় মৌসুমীর জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাকে নেক হায়াত দান করেন…আমীন।’

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের