শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে আসছে দুই ঘূর্ণিঝড়

news-image

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে এসেছে। তবে এর মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানিয়েছে, আগামী মাসে ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড়।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মাসে শীতের প্রকোপ চলে আসলেও সেসময় দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর