বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব

news-image

অনলাইন ডেস্ক : নিজ দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাজা আল সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাত করে এ প্রস্তাব দেন তিনি।

তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবের ঘোর নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, জরুরি অবস্থা ঘোষণা করলে তাতে পার্লামেন্ট স্থগিত হয়ে যাবে। আনোয়ার ইব্রাহিম বলেছেন, ক্ষমতায় ঝুলে থাকার জন্য প্রধানমন্ত্রী এমন প্রস্তাব দিয়েছেন।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন প্রস্তাব নিয়ে কাউন্সিল অব রুলারের সঙ্গে আগামীকাল রবিবার রাজপ্রাসাদে আলোচনায় বসার কথা দেশটির রাজার। তারপরই তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।