বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উবার এবার মেডিসিন ডেলিভারি ব্যবসায়

news-image

অনলাইন ডেস্ক : উবার ইটসের দক্ষিণ আফ্রিকান ইউনিট তাদের ব্যবসার পরিধি বাড়িয়ে ওষুধের জগতে প্রবেশ করেছে। অঞ্চলটিতে তারা এখন ওষুধ সরবরাহ করবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার কোম্পানিটি একটি অ্যাপ প্রকাশ করেছে। যার মাধ্যমে গ্রাহকেরা বাসায় বসে ওষুধ কিনতে পারবেন।

করোনার সময় ব্যবসায় ধস নামার পর উবার নানা ক্ষেত্রে তাদের পরিধি বাড়াচ্ছে। উবার টেকনোলজি নামেও নতুন ব্যবসায় পা রেখেছে তারা। এর আওতায় দক্ষিণ আফ্রিকায় তাদের বড় একটি শেয়ার আছে।

উবারের এই অ্যাপের মাধ্যমে মেডিকেয়ার গ্রুপের ক্রেতারা তাদের ৫০টির বেশি ক্লিনিক এবং ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন। আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।

উবারের একজন মুখপাত্র নিজেদের নতুন ব্যবসা সম্পর্কে বলেন, ‘দেশজুড়ে লকডাউনের পর মানুষের চাহিদার ক্ষেত্র পাল্টে গেছে। তাই আমাদের ব্যবসায় নতুনত্ব আনাটা খুব জরুরি ছিল।’

‘আমরা খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ সরবরাহ সেবায় অবদান রাখতে চাই। আর এ জন্যই আজ নতুন অ্যাপ প্রকাশ হলো।’

প্রতিষ্ঠান ভিত্তিক ব্যবসায় অভ্যস্ত দক্ষিণ আফ্রিকায় ধীরে ধীরে ই-কমার্স জনপ্রিয়তা পাচ্ছে। দেশটির সাম্প্রতিক ডিজিটাল মার্কেট আউটলুকের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ ই-কমার্সের বিনিয়োগ ১১ শতাংশ বেড়ে যাবে।