বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে এনজিওকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক এনজিওকর্মী (২৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার বিকেলে ধর্ষণের শিকার ওই এনজিওকর্মী বাদী হয়ে ফকিরহাট থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মামুন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এ সময় তার কাছ থেকে ধর্ষণের ধারণ করা একটি ভিডিও উদ্ধার করে পুলিশ। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. মামুন শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমড়া গ্রামের শের আলী শেখের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক। পালিয়ে যাওয়া অন্য আসামিদের বাড়িও জাড়িয়া মাইট কুমড়া গ্রামে।

ওই নারীর বাড়ি খুলনার দৌলতপুরে। তিনি ফকিরহাট উপজেলার একটি বেসরকারি এনজিওর কর্মী। দুই মাস আগে তিনি বিয়ে করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম রবিবার রাতে এই প্রতিবেদককে বলেন, শনিবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের একটি গ্রামের ভাড়াটিয়া এনজিওকর্মীর ঘরে একদল যুবক হানা দেয়। তারা ঘরের দরজার কড়া নাড়লে ওই নারী দরজা খুলে দেন। এরপর তারা নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তার ধর্ষণের ভিডিও ধারণ করে চলে যায়। রোববার এ ঘটনা পুলিশ জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে চার যুবকের বিরুদ্ধে মামলা নিয়ে তার ডাক্তারি পরীক্ষা করে।

তিনি জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে মো. মামুন শেখ নামে এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা মোবাইলফোনে ধর্ষণের একটি ভিডিও চিত্র জব্দ করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫