বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিগুয়াইন যোগ দিচ্ছেন বেকহ্যামের দলে

news-image
স্পোর্টস ডেস্ক : ইংলিশ মহাতারকা ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলে যোগ দিচ্ছেন গঞ্জালো হিগুয়াইন। জুভেন্টাস ছেড়ে এবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য ইন্টার মিয়ামি।
 করোনার কারণে মেজর সকার লিগের ২০১৯/২০ মৌসুমে পুরোটা খেলানো সম্ভব হয়নি। বেকহ্যামের দল লিগ শেষ করেছিল ১৪ নম্বর স্থানে থেকে। নতুন মৌসুমে ঘরে দাঁড়াতে চায় ইন্টার মিয়ামি। তাই হিগুয়াইনের মতো অভিজ্ঞ তারকাকে দলে ভেড়াচ্ছে তারা।
ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিও মারকাতোর বরাতে দ্য সান জানিয়েছে, প্রতি মৌসুমে ৬.৬ মিলিয়ন পাউন্ডে চুক্তিবদ্ধ হতে রাজি ৩২ বছর বয়সী হিগুয়াইন।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জুভেন্টাসের সতীর্থ ব্লাইস মাতুইদির পর হিগুয়াইনও যুক্তরাষ্ট্রে খেলতে রাজি হয়েছেন।
২০১৮ সালেইন্টার মিয়ামি ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। দলটির কোচের দায়িত্বে আছেন উরুগুয়ের সাবেক খেলোয়াড় ডিয়েগো আলোনসো।
এদিকে সব শেষ মৌসুমে মাউরিসিও সাররিকে বাদ দিয়ে আন্দ্রে পিরলোকে কোচের দায়িত্ব দেয় জুভেন্টাস। এরপরই হিগুয়াইনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সাদা-কালো শিবিরে পক্ষ থেকে।
আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবরে নাম লিখান হিগুয়াইন। রিয়াল মাদ্রিদ, নাপোলি, এসি মিলান ও চেলসির মতো দলে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি।